1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

রাজধানীর পল্লবীতে বহুতল ভবনে আগুন…

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

 

রাজধানীর পল্লবীতে একটি ছয় তলা ভবনের কমিউনিটি সেন্টার ও পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে বাণিজ্যিক ওই ভবনের ছয় তলায় থাকা একটি পোশাক কারখানায় এই আগুন লাগে। ভবনটি পল্লবীর কালশীর চন্দ্রবিন্দুর মোড়ের কাছে অবস্থিত।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০টা ২২ মিনিটে কালশী রোড এলাকায় একটি ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধাপে ধাপে সেখানে ১০ ইউনিট পাঠানো হয়। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টার এবং ছয় তালায় পোশাক কারখানা ছিল। ওই কারখানাতেই আগুন লাগার ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সূত্রপাতসহ নানা কিছু তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান এই কর্মকর্তা।

আগুন লাগার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে কমিউনিটি সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ভবনটির নিচে শত শত উৎসুক মানুষ ভিড় করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উৎসুক জনতাকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের ঘটনা বা আর্থিক ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট