1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের নীলফামারী জেলা পরিদর্শন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার : 


বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৪১তম ও ৪৩তম বিসিএস(পুলিশ) এর ২০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ শিক্ষা সফরের অংশ হিসেবে আজ নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেন।

নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান, শিক্ষানবিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং উষ্ণ স্বাগত বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “আপনারা আগামী দিনের পুলিশ বাহিনীর নেতৃত্ব। সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে উঠতে হবে। দেশের জন্য নিবেদিত থেকে জনগণের আস্থা অর্জনই হবে আপনাদের সবচেয়ে বড় অর্জন।”

পরিদর্শনকালে শিক্ষানবিশ কর্মকর্তারা নীলফামারী সদর থানাধীন উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা ও চিনি মসজিদ পরিদর্শন করেন। এর মাধ্যমে তাঁরা নীলফামারীর ভৌগোলিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক সম্ভাবনা ও সামাজিক বৈচিত্র্য প্রত্যক্ষ করার অনন্য সুযোগ পান এবং নীলফামারীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কর্মকাণ্ডের বহুমাত্রিক চ্যালেঞ্জ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

নীলফামারী জেলা পুলিশ প্রত্যাশা করেন ভবিষ্যতে এ সকল শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ সাহস, সততা ও দূরদর্শিতার মাধ্যমে জাতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট