1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের ত্রান সামগ্রী বিতরন

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। ২০ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন তিনি। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন। এসময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। জেলা প্রশাসক জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। এধরনের পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল উপস্থিত ছিলেন। সরকারি এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো স্বস্তি প্রকাশ করে জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুরে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে বেশকিছু বাড়ি-ঘর ভেঙে যায় ও জানমালের ক্ষতি হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট