1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

নীলফামারীতে ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

মোঃ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার : নীলফামারী সদরে আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর রক্ষায় নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবহন শ্রমিক, মালিক, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বক্তব্য দেন জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল মহব্বত, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, মালিক সমিতির সহ-সভাপতি আনিছুর রহমান কোকো, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ আরও অনেকে।

সভাপতি গোলাম রসুল মহব্বত বলেন, “নীলফামারী শহর দিন দিন জনবহুল হচ্ছে। যানজট, দূষণ ও নিরাপত্তাহীনতা এড়াতে আধুনিক ট্রাক টার্মিনাল ও বিকল্প নিরাপদ বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।”

সাধারণ সম্পাদক জামিয়ার রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে ট্রাক টার্মিনাল নির্মাণ ও বাইপাস সড়ক চালু না করলে সাধারণ মানুষসহ শ্রমিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের কাছে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করা হয়। তিনি বলেন, “শ্রমিক-মালিকদের দাবিগুলো যৌক্তিক। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ইতোমধ্যে সম্ভাব্য বাইপাস সড়কটি পরিদর্শন করেছেন। ট্রাক টার্মিনালের জন্যও উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।”

বক্তারা সরকারের নীতিনির্ধারকদের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নীলফামারী শহরের উন্নয়ন, নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বস্তির জন্য এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট