1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

এটা কি কোন নির্বাচন নাকি তামাশা প্রশ্ন ইয়ামিন মোল্লার

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারচুপির ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামীন মোল্লা। মঙ্গলবার রাতে টিএসসিতে ডাকসু নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

বিন ইয়ামীন প্রশ্ন তুলে বলেন, ‘এটা কি কোনো নির্বাচন, নাকি তামাশা?’

ছাত্র অধিকার পরিষদের এ ভিপি প্রার্থী বলেন, ‘ঠিক সকাল ১১টার সময় আমি টিএসসির কেন্দ্রে এসেছিলাম, ভোটকেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কীভাবে এখানে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী এখানে ঢুকতে পারলেন। সুইমিং পুলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এসএম হলে ভোট কারচুপির প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। ভোট দেওয়ার সময় আমাদের ঢুকতে দেওয়া হয় না। কিন্তু শিবিরের প্রার্থীদের ভোট গণনার সময় সেখানে ঢোকে। এটা কি নির্বাচন, নাকি তামাশা? তাহলে তো ডাকসুর দরকার ছিল না। ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে যেতেন।’

বিন ইয়ামীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিপাত্যবাদের যে রাজনীতি সেটা একটা গুনগত পরিবর্তনের জায়গায় আসুক, সে জন্যই ডাকসু। এখন ডাকসুকে যদি দখল করতে হয়। আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বিএনপি এবং জামায়াত ইসলামের নেতা-কর্মীরা মহড়া দিচ্ছে। তাহলে এখন বিএনপিকে এবং জামায়াত ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাগাভাগি করে দিয়ে দেন। তারা তো এটাই বলছে। হয় আমাদেরকে ভাগ করে দিয়ে দেন ডাকসু, না হলে আমরা ডাকসু মানব না।’

এসময় তিনি আরও বলেন, ‘এরআগেই আমি জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতোমধ্যে ৭০ শতাংশই জামায়াত-বিএনপির হয়ে গিয়েছে। ১১ মাসে তারা ডাকসু নির্বাচন দিতে পারেনি তারা। ১১ মাস আমরা ফাইট করে ডাকসু নির্বাচন নিয়ে আসছি। যারা এতোদিন ডাকসুকে বাধা দিয়েছে তারা এখন ডাকসুতে জয় লাভের জন্য তারা সারা দেশ থেকে লোক নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে জড়ো করেছে।’

এসময় বিন ইয়ামীন মোল্লা অভিযোগ করেন, ‘আমি একজন ভিপি ক্যান্ডিডেট হয়ে সারাদিন কোনো কেন্দ্রে আমাকে ঢুকতে দেয়নি কিন্তু শিবিরের ভিপি ক্যান্ডিডেট যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে। টিএসসির ভোটকেন্দ্রের এলইডি প্রজেক্টর বন্ধ করা হয়েছে। ভেতরে কি হচ্ছে কেউ কি জানে? তারা ভেতরে ব্যালটবক্সে ভোট ঢোকাচ্ছে কী না আমরা কি তা জানি?’

এর আগে জামায়াতে ইসলামীর কর্মীরা সশস্ত্র অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করে ছাত্রদল। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কাছে এ অভিযোগ করা হয়।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে ভোট এবং বিভিন্ন কৌশলে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জন ও বয়কট করে ভিপি পদ থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ভিপি প্রার্থী তাহমিনা আক্তার।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট