
যশোরে সিআইডির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিআইডির দুই সাব ইন্সপেক্টরসহ ৪ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। সিআইডির ইন্সপেক্টর সুব্রত এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনায় আহতরা হলেন সিআইডি যশোর জোনের এসআই তরিকুল ইসলাম (৪৩), এস আই হাবিবুর রহমান (৪৩), এএসআই জাহিদুল হক (৪৮) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)। আহতদের মধ্যে শহিদুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
জানা গেছে, বুধবার বিকেলে সিআইডি যশোর জোনের একটি টিম রাজারহাটে মাদকবিরোধী অভিযানে যায়। এসময় মাদকব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে সিআইডির ওপর হামলা চালায়। এতে উল্লিখিত ৪ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিবুর রহমান জানান, আহত ৪ জনের মধ্যে শহিদুল ইসলাম নামে একজনকে ভর্তি করা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে সিআইডির ওপর হামলা জখমের ঘটনায় এক সাব ইন্সপেক্টর বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে।
এ বিষয়ে সিআইডি যশোর জোনের ইনস্পেক্টর সুব্রত মুঠোফোনে জানান, সিআইডির ওপর হামলার ঘটনার খবর পাওয়ার পর তিনি হাসপাতালে যান। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।