
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
ফেসবুক গ্রুপ সংগঠন ‘একতা পরিবারের’ উদ্যোগে নীলফামারীতে দরিদ্রদের মাঝে ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দক্ষিণপাড়া বিএম কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়।
একতা পরিবারের পরিচালক কন্টেন্ট ক্রিয়েটর রবিউল ইসলাম রবি, ঢাকার কন্টেন্ট ক্রিয়েটর আনিছুর রহমান আনিস, সিরাজগঞ্জের আব্দুল কাদের সিরাজী, মাগুড়ার এস কে প্রান্ত, একতা পরিবারের সদস্য ইন্দু ভূষন রায় এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১০টি ছাগল ও ২ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
একতা পরিবারের পরিচালক রবিউল ইসলাম রবি বলেন, একতা পরিবার ইতিমধ্যে বেশ কয়েকটি জেলার অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। আমরা সারা দেশের এসব মানুষজনের পাশে দাঁড়াতে চাই।