1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

নীলফামারীর জলঢাকায় সাব-রেজিষ্ট্রারের দুর্নীতি, সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

নীলফামারীর জলঢাকায় ” দুর্নীতিবাজদের ঠাই নাই, বৈষম্যহীন বাংলাদেশে” এই স্লোগান নিয়ে সাব-রেজিষ্ট্রার লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জিরো পয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলাম প্রমূখ।
বক্তরা বলেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার নানা অনিয়ম তুলে ধরে ঘুষ বন্ধ করে তার বিরুদ্ধে সব অভিযোগ তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবী জানান। সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেন বলেন, এই লুৎফর রহমান মোল্লা প্রতিটি দলিল করতে দশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ঘুষ নেন। সঠিক কাগজপত্র থাকলেও ঘুষ ছাড়া ওই সাব- রেজিস্ট্রার কোনো দলিল করে না। তিনি ঘুষ খেতে খেতে ঢাকায় সম্পদের পাড়ার গড়ে তুলেছে। তার সম্পদের হিসাব নেয়ার জন্য কতৃপক্ষের দৃষ্টি আহবান করেন। এসময় শতশত নাগরিক মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট