1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা খোরশেদ আলম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ঘটনা ঘটে গতকাল ১৫ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজার এলাকায়। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ আলম বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরদিন সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত সাংবাদিক জানান, ঝিনাইগাতীর একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ করছিলেন। এ কারণে বহুবার হুমকি পেয়েছিলেন এবং শেষ পর্যন্ত সেই হুমকি বাস্তবায়িত হয়েছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট