
ফেনীর দাগনভুঞা বাজারে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে আহত করেছে অজ্ঞাতরা। ওই নেতার নাম মুজিবুল হক সৈকত (২৭)। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মুজিবুল হক সৈকত দাগনভুঞা বাজারের ফার্মেসি থেকে ওষুধ কিনছিলেন। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে আহত করে। আহতের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মারধরকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সৈকতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আহতের কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সোনাগাজী মডেল থানার পুলিশ তাকে নিয়ে গেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বায়েজিদ আকন জানান, সৈকত ঢাকা মহানগর দক্ষিণ নিষিদ্ধ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পরদিন সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।