1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

ধামরাইয়ে অতিরিক্ত মদ্যপানে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ধামরাই (ঢাকা) : 
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক, ধামরাই (ঢাকা) : 


ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদ্যপানে বিপ্লব ও সুধীর  নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার কালামপুর আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। দুজনই পেশায় কুষ্ঠা শিকারি ছিলেন বলে জানা গেছে।
বিপ্লব (২৭) রংপুরের গঙ্গাচড়ার উপজেলার ছটিপাড়া গ্রামের বাবলু কুষ্ঠার ছেলে। আর সুধীর  (৪৫) একই উপজেলার বন্দীদেবাহাট গ্রামের মৃত ভুবন দাসের ছেলে। তাঁরা দুজন একসঙ্গে ধামরাইয়ের কালামপুর আদর্শ গুচ্ছগ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, বিপ্লব ও সুশীর বুধবার রাতে নিজের বাড়িতে অতিরিক্ত মদপান (টালক্কল) করেন। এতে তারা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য কোনো হাসপাতাল বা ক্লিনিকে না নিয়ে বাড়িতেই তাঁদের ওষুধ সেবন করান স্বজনরা। গতকাল বৃহস্পতিবার ভোরে দুজনই মারা যান।
মৃত্যুর পর গ্রামের বাড়ি নিয়ে দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য স্বজনরা প্রস্তুতি করার সময় এলাকায় লোকজন তাঁদের আটকে করেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ধামরাই থানা এসআই ইব্রাহিম পাঠান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট