1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

দক্ষিণ কুরিয়ার বিপক্ষে ৬-১ গোলের পরাজয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক,দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্ক, দৈনিক সময়ের কন্ঠ :


অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে জায়গা নিশ্চিতের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। রোববার লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে বয়সভিত্তিক নারী এশিয়ান কাপ বাছাইপর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে। তবু সমীকরণের মারপ্যাচে মূল পর্বে খেলার সম্ভাবনা টিকে আছে।

গ্রুপ ‘এইচ’ এর ম্যাচে ১৫ মিনিটে প্রথম গোল করে লিড নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুই মিনিট পরেই ওই গোল শোধ করে দেয় দক্ষিণ কোরিয়া। ওই সমতায় প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে ৫ গোল খেয়েছে পিটার বাটলারের দল।

ম্যাচের ৪৮ মিনিটে দক্ষিণ কোরিয়া ব্যবধান ২-১ করে। ৬০ মিনিটে ব্যবধান ৩-১ হয়। তারা ৮৭ ও ৯০ মিনিটে আরও দুই গোল দেয় বাংলাদেশের জালে। যোগ করা সময়ে হারের ব্যবধান আরও বড় করে বাংলাদেশকে বিপদে ফেলে দেয় দক্ষিণ কোরিয়া।

এই হারে বাংলাদেশ গ্রুপ পর্ব রানার্স আপ হয়ে শেষ করেছে। এখন অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে জায়গা পেতে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। বাছাইপর্ব থেকে পয়েন্ট ও গোল ব্যবধানে সেরা অবস্থানে থাকা তিনটি রানার্স আপ দল এশিয়ান কাপের টিকিট পাবে।

রানার্স আপের ওই তালিকায় বাংলাদেশ তিন নম্বর অবস্থানে আছে। বাংলাদেশ নারী ফুটবল দলের মূল পর্বের টিকিট পাওয়ার বিষয়টি লেবানন এবং চাইনিজ তাইপের মতো দলের ম্যাচের ফলের ওপর নির্ভর করছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট