1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

শেরপুরে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত ১

শেরপুর (সদর) প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

 

শেরপুর সদর প্রতিনিধি :  


শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে তিন মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, আকাশ বিকাশ পরিবহন নামে একটি লোকাল বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে শেরপুর থেকে ঝিনাইগাতী যাচ্ছিল। এসময় শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে। এ ঘটনায় নিখোঁজ হয় তিন মাসের এক শিশু। আর আহত হয় অন্তত সাতজন। পরে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে, ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে খোঁজাখুঁজি করে তিন মাসের ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, ‘পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট