1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

 

 

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার : 


নীলফামারীতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গত ৩ আগষ্ট বিকেলে নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে নীলফামারী পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখাপাড়া গ্রামের চেতাশা রেল ঘুন্টি এলাকার মৃত ওয়াসিম আলীর ছেলে সোহেল রানা (৩৮) কে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নীলফামারী পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কুখাপাড়া গ্রামের চেতাশা রেল ঘুন্টি হইতে ৫০০ গজ উত্তরে রেল লাইন সংলগ্ন আফিয়া এর বাঁশ ঝাড়ে কতিপয় পেশাদার ধৃত মাদক ব্যবসায়ী মোবাইল ফোনে যোগাযোগ করিয়া মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছেন। এ সংবাদটি মোবাইল ফোনের মাধ্যমে ডিবি টিম ইনচার্জ তাৎক্ষনিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে গেলে পৌঁছামাত্রই মৃত ওয়াসিম আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩৮) গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই আসামীকে আটক করা হয়। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণসহ আরো অনেকের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামী সোহেল রানা এর দেহ তল্লাশী করলে তার লুঙ্গির সামনের কোচে গোঁজা অবস্থায় লাল রংয়ের সাকিব গুলের কৌটার মধ্যে  ১৩ (তের) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সাদা স্বচ্ছ প্লাস্টিকের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। এ সময়ে বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলেছে  জব্দ করা হয়। উল্লেখ্য উক্ত ধৃত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা নং-০৩ তারিখ-০৪/০৮/২০২৫ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) রুজু করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট