মোঃ আশিকুল ইসলাম,
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
শনিবার ১৯ জুলাই ২০২৫ ইং তারিখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি, বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচার এবং দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি নেওয়া হয়।
শনিবার বিকেল ৩টায় মিছিলটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বেলকুচি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বড়ধুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন শেখ। এতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ কছির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন এবং সহকারী যুগ্ম আহ্বায়ক মোঃ আলমসহ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও দলবিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং অপপ্রচার বন্ধসহ দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তুলে ধরেন।