1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

ভুটানে সাবিনা-ঋতু পর্ণার ডাবল হ্যাট্রিকে পারো এফসির ২২ গোলের উৎসব

স্পোর্টস ডেস্ক,দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্ক, দৈনিক সময়ের কন্ঠ :


ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের আধিপত্য যেন দিন দিন আরও জমাট বাঁধছে। এবারের চিত্র আরও বিস্ময়কর! বৃহস্পতিবার (১৭ জুলাই) ফুটবল প্রেমীরা প্রত্যক্ষ করলো এক অবিশ্বাস্য স্কোরলাইন—বাংলাদেশি তারকা সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার ডাবল হ্যাটট্রিকে পারো এফসি ২২-০ গোলে উড়িয়ে দিলো ফুটসিলিং এফসিকে।

পারো এফসির হয়ে মাঠের রাজত্ব করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। একাই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন সাতবার! আরেক তারকা ঋতুপর্ণা চাকমা পিছিয়ে ছিলেন না একটুও—ছয়টি গোল করেছেন দারুণ ধারাবাহিকতায়।

তবে কেবল এই দুই তারকাই নয়, দলের হয়ে চারটি গোল করে আলো ছড়িয়েছেন সুমাইয়া এবং মনিকা করেছেন জোড়া গোল। প্রথমার্ধেই পারো এফসি এগিয়ে যায় ১১-০ গোলে, আর দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভেসে যায় ফুটসিলিং এফসি।

বিশাল জয়ের ম্যাচে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের গোল মেশিন সাবিনা খাতুন। ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে সাবিনা বলেন,‘গোল করছি, দল জিতছে—এই ফর্মটা ধরে রাখতে চাই। সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে।’

 

চলতি লিগে সাবিনার গোলসংখ্যা এরইমধ্যে ২০ ছাড়িয়ে গেছে, যা তাঁর দুর্দান্ত ফর্মের প্রমাণ।

 

ভুটান লিগে পারো এফসির হয়ে একের পর এক ম্যাচে দাপট দেখাচ্ছেন বাংলাদেশি ফুটবলাররা। গত ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন সুমাইয়া, এবার জ্বলজ্বল করলেন সাবিনা। সবমিলিয়ে ভুটানের মাঠ যেন এখন বাংলাদেশের মেয়েদের জন্য গোল উৎসবের মঞ্চে পরিণত হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট