1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

বুক- পিঠ বলে আপনাদের কিছু নেই : রিজভী

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়ের কন্ঠ :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট, দৈনিক সময়েে কন্ঠ : 


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা ইসলামিক দল জিয়াউর রহমানের অনুকম্পায় এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। এখন তার জ্যেষ্ঠ পুত্রকে আপনারা টার্গেট করেছেন। বুক-পিঠ বলে আপনাদের কিছু নেই। এরশাদ বন্দুকের নল দিয়ে গণতন্ত্রকে হত্যা করল, আপনারা ফ্যাস্টিস হাসিনার সঙ্গে সে সময় এরশাদের অধীনে নির্বাচনে গেলেন। আপনারা সবসময় সুবিধা খুঁজে বেড়ান।

আজ মঙ্গলবার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা  প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, ১৬ বছর লড়াই করেছি। আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।

জুলাই অভ্যুত্থানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘ছাত্রদলের ১৪২, বিএনপির ২৩ নেতাকর্মী ও রিকশাওয়ালা পুলিশের গুলিতে মারা গেছেন। একটি দল বা একটি শক্তি নয়, ১৬ বছর যারা আন্দোলনে ছিল, তাদের সম্মিলিত শক্তি ও ছাত্রজনতা মিলে শেখ হাসিনার মতো ঘাতককে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে। এই অভ্যূত্থান কারো একার নয়। আমি ৮৬ সালে এরশাদ পতন আন্দোলনে ছাত্র নেতা ছিলাম, তখন আমরা এই আভ্যূত্থান কারোর একার শক্তি বলে দাবি করিনি, আপনারা তা করছেন।’

মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শুধু বহিষ্কার নয়, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজেদেরই উপর অনেক কিছু নেমে আসবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্‌বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রুমন, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ। অনুষ্ঠানে অভ্যুত্থানে কুড়িগ্রামের শহীদ ১০ পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট