ইয়াবা সেবনের ভিডিও চিত্র সাথে থাকা অন্য মাদকসেবীরা গোপনে ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে প্রথম তাপস তার মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু এরপর সে কোনো কিছুর তোয়াক্কা না করে দোকান খুলে আবার প্রকাশ্যে সেখানে বসেন।।
বিষয়টি অনুসন্ধান করতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে তার ক্ষমতার ভয়ে বেশির ভাগ মানুষই সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক অনেকেই বলেন তিনি ব্যাবসার আড়ালে মাদক সেবন ও ব্যাবসার সাথে জড়িত দীর্ঘদিন ধরে তাপস মাদক কারবারের সাথে জড়িত থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন কোনো ব্যাবস্থা নেয়নি সদ্য তাপস ও তার সহযোগীদের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও সে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে।। এখনো তাকে আটক বা গ্রেফতার করা হয়নি, এলাকাবাসীর দাবী দ্রুত তাপসকে গ্রেফতার করে এই এলাকাকে মাদক মুক্ত করা।।
এবিষয়ে ভাঙ্গার হাট পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান- এরই মধ্যে একটি বেনামা অভিযোগ তারা পেয়েছেন বিষয়টি তদন্ত করে অচিরেই ব্যাবস্থা নেওয়া হবে।।
অভিযুক্ত তাপসের সাথে বারবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেননি তিনি।