শেরপুর(সদর)প্রতিনিধিঃ
শেরপুর জেলায় হাজং জনগোষ্ঠীর শিক্ষা,সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ হাজং ছাত্র সমাজ (বাহাছাস)-এর শেরপুর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন ২৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে রাম কৃষ্ণ হাজং-কে আহ্বায়ক এবং বিজয় হাজং-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বাহাছাস-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি অন্তর হাজং ও সাধারণ সম্পাদক শ্রীবন হাজং অক্ষয় স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে গত ৩ জুলাই ২০২৫ এই কমিটি অনুমোদন করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন – যুগ্ম আহ্বায়ক : দীপ হাজং, গীতাঞ্জলি হাজং,অনিন্দিতা হাজং শিবা,বর্ষা হাজং,যুগান্ত হাজং শতাব্দী,প্রান্ত হাজং ও নিলয় হাজং।
সদস্য : বিজয় হাজং, কুশল হাজং,নন্দিতা হাজং, অগনিভ সরকার,পূর্ণিমা হাজং, লিমন হাজং,সানি হাজং,অনির্বাণ হাজং,গায়ত্রী হাজং,সেজুতি হাজং,প্রশান্ত হাজং,হৃদয় হাজং, ধ্রুব হাজং,সীমা হাজং,প্রিয়ন্তি হাজং ও অলক হাজং। বাহাছাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জানান, নতুন এ কমিটি হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও উন্নয়নে কাজ করবে।