মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
২৮ জুন (শনিবার)জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটির আয়োজন ছিল। এতে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ।
সভার প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন,সভার সভাপতি ও জেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ।
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ২৪ আন্দোলন কেন হল। এটির মুল উদ্দেশ্য ছিল ভোটের অধিকার নিশ্চিতকরণ। ফ্যাসিস শেখ হাসিনা সরকার দেশে মানুষের ভোটের অধিকার কেঁড়ে নিয়েছিল। দেশে একনায়কতন্ত্র চালু করেছিলেন। দেশের মানুষের কোন কথা বলার অধিকার ছিল না। কথা বললে যেতে হত জেলে।
মামলা হামলায় মানুষ ছিল ঘরছাড়া। দুর্নীতিতে ভরে গিয়েছিল দেশ। তাই ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ফ্যাসিস হাসিনা।
তিনি বলেন,এনসিপি হবে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এ দলের তরুনরা আগামীতে দেশের হাল ধরবে। দেশ পরিচালনা করবে। দেশে কোন একনায়কতন্ত্র হতে দেয়া হবে না। আমরা এমনভাবে এ দলকে সুসংগঠিত করবো যাতে জনগন আমাদের কর্মকান্ড দেখে আগ্রহী হয়ে পাশে এসে দাঁড়ায়।
এনসিপির জেলা কমিটির অন্যতম সদস্য মোঃ আখতারুজ্জামান খান এর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য বলেন,আসিফ ইকবাল মাহবুব,ডাঃ কামরুল ইসলাম দর্পণ,আলহাজ্ব খয়রাত হোসেন, মোঃ শরিফুজ্জামান শরীফ, রাশেদুজ্জামান রাশেদ, মোশারফ হোসেন, মোঃ রেজাউল করিম রাজু, মোঃ আলিফ সিদ্দিকী প্রান্ত, মেহেদী হাসান আসিক, আহবায়ক বৈষম্য বিরোধী আন্দোলন আহবায়ক নীলফামারী জেলা শাখা, মোহাইমিনুর রহমান সানাসহ অনেকে। সভায় জুলাই- আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় বলা হয় ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস নয়। ৫ আগস্ট করা হোক নতুন বাংলাদেশ দিবস।