1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

আশ্রয়ণ প্রকল্পে প্রভাবশালীদের দখল, প্রবীণকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

সাইফুল ইসলাম, কাহরোল(দিনাজপুর)প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মোঃসাইফুল ইসলাম, কাহরোল(দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বাগমারা আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দ পাওয়া সরকারি ঘর নিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন মোঃ আইনুল ইসলাম নামের এক হতদরিদ্র প্রবীণ। অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আওয়ামী লীগ সমর্থক পরিচয়ে ওই ঘর দখলের চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার জানায়, সরকার প্রদত্ত আশ্রয়ণের দুটি ঘর মোঃ আইনুল ইসলামকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু একই এলাকার নুর ইসলাম ও তার ছেলে রবিউল ও জুয়েল মিলে ঘরের চারপাশে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। বারবার স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি।

ঘটনার সূত্র ধরে গত সপ্তাহে প্রকাশ্যে আইনুল ইসলামকে মারধর করে অভিযুক্তরা। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায়, একদল যুবক তাকে ঘিরে শারীরিকভাবে নির্যাতন করছে। ঘটনাস্থলে নারী ও শিশুরাও আতঙ্কিত হয়ে পড়ে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, প্রশাসনের পক্ষ থেকেও নেই কোনো কার্যকর পদক্ষেপ। ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট