শেরপুর (সদর) প্রতিনিধি
শেরপুরে দূর্ঘটনার শিকার ফুটবলার আদনানের চিকিৎসার জন্য শেরপুর, জামালপুর ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ফুটবলারদের আয়োজনে এবং নন্দীরবাজার ফুটবল ক্লাব এর সার্বিক সহযোগিতায় শেরপুর সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদেশী খেলোয়াড় বনাম দেশী খেলোয়ার”দের মধ্যকার একটি প্রীতি- ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য দর্শনার্থীদের মাত্র ২০ টাকা মূল্যের একটি টিকেট সংগ্রহ করতে হয় যার সম্পূর্ণ আয় আদনানের চিকিৎসা খাতে ব্যায় করা হবে বলে জানা যায়।
সরেজমিন উপস্থিতিতে লক্ষ করা যায় কোন কোন দর্শনার্থী কেবল ২০ টাকায় সীমাবদ্ধ নয় এর অধিকও প্রদান করে আদনানের চিকিৎসায় সহয়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
এছাড়াও শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবি এম মামুনুর রসিদ পলাশ, শেরপুর সদর উপজেলা বিএনপির ২নং সদস্য এ.এস.এম রফিকুল আলম শিপন, শেরপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম (আতা), শেরপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহম্মেদ, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সিদ্দিকী, শেরপুর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ নাঈম হাসান উজ্জল ও শেরপুর সরকারী বিশ্বঃ(কলেজ) ছাত্রদলের ১ নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সহ শেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আনদানের সার্বিক সুস্থ্যতা কামনা করে শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর সদর উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী জেলা বিএনপির পক্ষে নগদ দশ হাজার টাকা আয়োজক কমিটির হাতে প্রদান করেন এবং সেই সাথে আদনানের চিকিৎসার যাবতীয় ব্যায় ভার বহন করার দায়িত্ব শেরপুর জেলা বিএনপি কে নিতে হবে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য শেরপুর জেলার উদীয়মান ফুটবলার আদনান একটি ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে প্রতিপক্ষের খেলোয়াড় দ্বারা মারাত্বক ভাবে ফাউলের শিকার হয়। যাতে করে তার পাজরের হাড় ভেঙ্গে যায় এবং কিডনি জনিত জটিল সমস্যা দেখা দেয়। তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যার ব্যায় ভার তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয় বলে জানা যায়।
এক পর্যায়ে তার শুভাকাঙ্ক্ষী ও পরিবারের পক্ষ থেকে মানবিক সহয়তার আহ্বান করলে জেলার কন্টেন ক্রিয়েটর (সোসিয়াল এক্টিভিটিস), ফুটবলার থেকে শুরু করে সর্ব স্তরের মানুষ সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়ায়।
সর্বশেষ শেরপুর,জামালপুর,ময়মনসিংহ,ও নেত্রকোনা জেলার ফুটবলারদের আয়োজনে ও নন্দীর বাজার ফুটবল ক্লাবের সার্বিক সহযোগিতায় উক্ত প্রীতিম্যাচ টির আয়োজন করা হয়। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ফুটবলারদের সমন্বয়ে গঠিত হয় দেশী একাদশ ও বাংলাদেশে অবস্থানরত বিদেশী খেলোয়াড় দের সমন্বয়ে বিদেশী একাদশ গঠন করা হয়। খেলাটি মাঠে গড়ায় বিকেল ৫ঃ৩০ ঘটিকয় দুই দলের গোল স্কোর ১-১ এ শেষ হয় ম্যাচটি। ট্রাইবেকারের সিন্ধান্ত হলেও পরিবেশ বিবেচনায় আর সম্ভব হয় নি তাই ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় থাকে।
উক্ত খেলা থেকে আদনানের চিকিৎসার জন্য অনুদান ও টিকিট বিক্রির মোট সংগ্রহ ৯৬,৭০০ টাকা পাওয়া যায় বলে ঘোষনা করেন নন্দীরবাজার ফুটবল ক্লাবের সভাপতি মোঃ গোলাম রাব্বানী শাওন।
জানা যায় নন্দীরবজার ক্লাবের পক্ষ থেকে খেলা পরিচালনা ও মাঠ পরিচালনা সহ বিভিন্নভাবে সার্বিক সহযোগিতায় ছিলেন, নন্দীরবাজার ফুটবল ক্লাবের সভাপতি মোঃ গোলাম রাব্বনী শাওন, প্রধান উপদেষ্টা মোঃ জুলহাস উদ্দিন, উপদেষ্টা মোঃ মুক্তি মিয়া ও এস এম ফেরদৌস ওয়াহিদ ফরিদ ও সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সহ সকল সদস্যবৃন্দ।
এছাড়াও সহযোগিতা করেন সমাজিক সংগঠন, মানবতা সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন এর সকল সদস্য বৃন্দ।
আদনানের এলাকাসীর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর সাত্তার, মর্নিং সান পাবলিক স্কুলের প্রিন্সিপাল ও সমাজ কর্মী মোঃ শামীম মিয়া, স্থানীয় সমাজ সেবক মোঃ ফারুক আহম্মেদ ও আদনানের শুভাকাঙ্ক্ষী মোঃ মেহেদি হাসান মুরাদ, মোঃ মনসুর, আকরাম, জয়নাল, দিপু, সজীব, রাতুল, স্বাধীন, রিফাত, শুভ, মিতুল, হাবিব, শিবলু সহ স্থানীয় সকল বাসীন্দাগণ সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে বলে জানা যায়।
সকলের একটাই চাওয়া উদীয়মান ফুটবলার আদনান যেন সুস্থ্য হয়ে পুনরায় সকলের মাঝে ফিরে আসে।