সাইফুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি
কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের ধনী গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের তৃণমূলের জননন্দিত নেতা আলহাজ্ব জাকির হোসেন ধলু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-
কাহারোল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি। বীরগঞ্জ উপজেলা যুবদলের নির্ভীক রাজপথের নেতা আসাদুল ইসলাম দুলাল। বিএনপি সড়ক পরিবহন শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ নুর আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আলী। বীরগঞ্জ উপজেলা তাতী দলের সদস্য সচিব শহিদুল ইসলাম আপন। বীরগঞ্জ তারেক পরিষদের আহ্বায়ক সরোয়ারদি নয়ন। কাহারোল উপজেলা তারেক পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী দিনে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। সভার পরিবেশ ছিল উদ্দীপনাময় ও সুশৃঙ্খল।