মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
বৃহস্পতিবার ২৩ অক্টোবর নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান, নীলফামারী সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান মোঃফারুক আহমেদ, (পিপিএম-সেবা) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নীলফামারী।
এসময় পুলিশ সুপার সার্কেল অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন, অফিসের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন কার্যক্রম শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফারুক আহমেদ, (পিপিএম-সেবা) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নীলফামারী; এম.আর সাঈদ, অফিসার ইনচার্জ, নীলফামারী থানা, নীলফামারী সহ সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।