মিরপুরে চলছে সিরিজ নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ যখন সিরিজ জয়ের সুবাস পাচ্ছে ঠিক তখন ক্যারিবিয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
স্বস্তির বিষয় হলো, দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে না থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান আবারও নেতৃত্ব দেবেন দলের।
সর্বশেষ এশিয়া কাপে চোটে পড়েছিলেন লিটন দাস। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারো বাইশ গজে ফিরছেন বাংলাদেশ অধিনায়ক।
তবে স্কোয়াডে বড় চমক বাদ পড়েছেন আফগানিস্তান সিরিজের দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার এবং তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সব ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।