মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বোচাগাড়ী পাড়ার চন্দনা রানী রায় (২৮) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে ডোমার সেবা হাসপাতালে সিজার অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। এ ঘটনায় নিহতের পরিবার চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন।
চন্দনা রানী রায়, স্থানীয় বাসিন্দা দিনেশ চন্দ্র রায়ের মেয়ে এবং দীপক চন্দ্র রায়ের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গত (২১ অক্টোবর) সকালে তিনি ডোমার সেবা হাসপাতালে ভর্তি হন।এবং বিকেল ৩ টায় সিজার হয় হাসপাতালের চিকিৎসক ডা. মো. আইনুল হক এর তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন সিজার করা হয়।
অপারেশনের পরপরই রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তার মা ও স্বামী বিষয়টি চিকিৎসককে জানান। কিন্তু অভিযোগ রয়েছে, ডা. আইনুল হক ও উপস্থিত স্টাফরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তারা রোগীর স্বজনদের আশ্বস্ত করে বলেন,এটা কোনো বড় সমস্যা নয়, সব ঠিক হয়ে যাবে।
পরিবারের দাবি, যথাযথ চিকিৎসা ব্যবস্থা না নেওয়ায় ধীরে ধীরে চন্দনা রানীর অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন( ২২ অক্টোবর) সকাল ৫ টা ৫০ মিনিটে এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি রংপুরে উন্নত চিকিৎসা করাতে হবে বলে জোরপূর্বক অ্যাম্বুলেন্সে করে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে সাংবাদিক ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হন।
নিহতের মা বলেন, আমার মেয়ের মৃত্যু হওয়ার পরও তারা তাকে জীবিত দেখিয়ে রংপুর পাঠাতে চেয়েছিল। আমরা অনুরোধ করলেও তারা কথা শোনেনি।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. মো. আইনুল হক বলেন, আমরা যথাযথ চিকিৎসা সেবা দিয়েছি। তবে রোগীর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এলাকাবাসীও চিকিৎসা অবহেলার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।