বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক সাফল্যের গল্প। বাহরাইনে চলমান তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো পদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৮ বালিকা কাবাডি দল। গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের মেয়েদের প্রথম পদক জয়।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দারুণ লড়াই করেছে বাংলাদেশ। প্রথমার্ধে ২৫–১৮ পয়েন্টে এগিয়ে থেকে দৃঢ় ভিত্তি গড়ে তোলে দলটি।
দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে সংগ্রহ করে। শেষ পর্যন্ত ৪৭–৪০ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
শেষ বাঁশি বাজার পরই উল্লাসে মেতে ওঠে পুরো দল। প্রথমবার কোনো গেমসে দেশের জন্য পদক এনে দেওয়ার আনন্দে।
এর আগে দুই আসরে অংশ নিয়েও কোনো পদক পায়নি বাংলাদেশ। এবারের আসরে মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে পাঁচ দেশ। বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এই ইভেন্টে সেরা চার দল পদক পায়। শ্রীলঙ্কাকে হারিয়ে সেই তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।