
১৯ অক্টোবর ২০২৫ (রবিবার), জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিস, শেরপুর আয়োজিত মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর, মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণার্থীরা পানিতে আত্মরক্ষা ও সাঁতারে দক্ষতা অর্জন করবে যা তরুণ প্রজন্মের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখবে।