
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নে অবস্থিত চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী ও যুবকদের উদ্যোগে শিক্ষার্থীদের বসার বেঞ্চ পুনঃনির্মাণের কাজ চলছে।
জানা যায়, বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে একটি কাঠের বেঞ্চ ছিল, যা সময়ের সাথে নষ্ট হয়ে যায়। এলাকাবাসী ও স্থানীয় যুবকদের সক্রিয় অংশগ্রহণে বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন ও পথচারীদের বিশ্রামের সুবিধার্থে নতুনভাবে বেঞ্চটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বিদ্যালয় প্রাঙ্গণ এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। তাই এলাকাকে আরও সুন্দর ও পরিপাটি রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এলাকাবাসীর এই স্বেচ্ছাসেবী উদ্যোগের ফলে শুধু বিদ্যালয় নয়, পুরো এলাকাটিই আরও নান্দনিক ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে সবাই আশাবাদী।