শেরপুর জেলার শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর রোববার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীবরদী সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর-৩ আসনের মনোনিত সংসদ সদস্য প্রার্থী মো. নুরুজ্জামান বাদল। ছাত্রশিবির শ্রীবরদী উত্তর শাখার সেক্রেটারী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ময়মনিসংহ মহানগর শিবিরের সাবেক সভাপতি ড. মোখলেছুর রহমান।
শ্রীবরদী কলেজ শাখার সভাপতি ছালেম ইসলাম অনিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশ্রাফুজ্জামান মাসুম, সেক্রেটারী মাজহারুল ইসলাম মিল্লাত, জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রশিবিরের বিতর্ক ও মানবাধিকার সম্পাদক নাহিদ হাসান রাসেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগরের সেক্রেটারী ডা. ফাওজান আব্দুর রহমান, জামায়াত ইসলামী শ্রীবরদী উপজেলা শাখার আজহারুল ইসলাম মিষ্টার, ছাত্রশিবির শেরপুর জেলা শাখা ও আনন্দ মোহন কলেজ শাখার সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক, গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আরিফুল ইসলাম রাফি, জামায়াত ইসলামী শ্রীবরদী যুব বিভাগের সভাপতি আমির হামজা মিষ্টার প্রমুখ। এসময়, সভায় জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মী সহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় পাঁচশতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন, ধর্মীয় গ্রন্থ সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।