অদ্য ১৯/১০/২৫ ইং রোজ রবিবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেড তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে অক্টোবর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, সিভিল সার্জন শেরপুর ডা. মুহাম্মদ শাহীন এবং বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার উন্নয়নে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা তুলে ধরা হয়।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন-
“জেলার উন্নয়নে কার্যকর সমন্বয় ও সময়োপযোগী উদ্যোগের মাধ্যমেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”