মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের রঙ্গের বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।রোববার (১৯ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত হরিকান্ত রায় ও মৃনাল চন্দ্র রায়ের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা, শাড়ি, লুঙ্গি ও কম্বলসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন তিনি।ঘটনাস্থলে উপস্থিত হয়ে সৈয়দ আলী বলেন, “মানুষ মানুষের জন্য এই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
ভবিষ্যতেও তাদের সহায়তা করা হবে।”অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মৃনাল রায় বলেন, “আগুনে পুড়ে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। সৈয়দ আলী নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন—আমরা কৃতজ্ঞ।
এ বিষয়ে কাঁঠালী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ নুরুজ্জামান ক্ষতিগ্রস্থ দুই পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।”সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঁটালী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজিজার রহমান, সাবেক সহ-সভাপতি রশিদুল ইসলাম মেম্বার, সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।