
“লালন তিরোধান দিবস ২০২৫” উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুর-এর আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর জনাব মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান।
আলোচনা সভায় মহান বাউল সাধক ফকির লালনের জীবনদর্শন, দর্শনচিন্তা ও মানবতাবাদী আদর্শের উপর আলোকপাত করা হয়।
অনুষ্ঠানের শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুধীজন, সংস্কৃতিকর্মী ও আগ্রহী নাগরিকবৃন্দ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।