কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে অবস্থিত লালন শাহের আখড়াবাড়ি মাজারে বার্ষিক লালন মেলা এখনো চলমান রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী ও ভক্তবৃন্দ মাজার প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন।
তবে মেলাকে ঘিরে এক উদ্বেগজনক চিত্র দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাজার চত্ত্বরে নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই প্রকাশ্যে গাঁজা সেবন করছেন। এ কার্যক্রমে কোনো ধরনের বাধা বা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
দর্শনার্থী ও সচেতন মহল জানান, পবিত্র আধ্যাত্মিক সাধনার কেন্দ্র লালন শাহের আস্তানায় এমন প্রকাশ্য নেশাজাতীয় দ্রব্য সেবন লালনের ভাবধারা ও সাংস্কৃতিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এতে তরুণ সমাজও মাদকের প্রতি প্রলুব্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
মেলার নিরাপত্তা দায়িত্বে থাকা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকা সত্ত্বেও গাঁজা সেবন নিয়ন্ত্রণে কোনো দৃশ্যমান উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে মাজারের আধ্যাত্মিক পরিবেশ বজায় থাকে এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করা যায়।
উল্লেখ্য, প্রতিবছর লালন সাধুসঙ্গ ও মেলা লালনের দর্শন প্রচার ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হয়। কিন্তু সেখানে মাদকের মত নেতিবাচক প্রবণতা বাড়তে থাকলে এর ঐতিহ্য ও পবিত্রতা প্রশ্নের মুখে পড়বে বলে মনে করছেন সচেতন সমাজ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত