দিনাজপুর জেলার কাহারলে আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বাদ জুমা ইসলামী শ্রমিক আন্দোলন, কাহারল উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি অনুষ্ঠিত হয় কাহারল বাজার ধনগাঁটি প্রাঙ্গণে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ আবুল খায়ের মোহাম্মদ ইসহাক।
প্রধান বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুর মুহাম্মদ জিহাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট মোঃ চান মিয়া, এবং উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শ্রমিকগণ।
সভায় বক্তারা বলেন,
সংস্কার, বিচার ও পিয়ার-এর দাবিতে এবং শ্রমিক শ্রেণির রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে দেশের সার্বিক মঙ্গল ও শ্রমিক সমাজের কল্যাণ কামনায় দোয়া করা হয়।