শেরপুর জেলার নকলা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে তিনি ওই পরিদর্শনে যান।
এদিন তিনি উপজেলা ভূমি অফিস, জানকীপুর কমিউনিটি ক্লিনিক, গুচ্ছগ্রাম প্রকল্প ও ২টি উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি ও জনসেবায় এর প্রভাব সম্পর্কে খোঁজখবর নেন। পরে ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে একজন ভিক্ষুককে মালামালসহ মুদি দোকান চালুর মাধ্যমে আয়-উপার্জনের পথ তৈরি করে দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসকের সাথে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানিসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত