মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীতে আলোচনা সভা হয়েছে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে।
মঙ্গলবার বিকেলে (৭অক্টোবর) শিল্পকলা একাডেমির গ্যালারি রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু ও সদস্য তাসনিম ফৌজিয়া ওপেল এবং জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু আলোচনা সভা সঞ্চালনা করেন।
বক্তারা উল্লেখ করেন শহীদ আবরার ফাহাদ ছিলেন মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতিক। ছাত্রলীগ নেতারা ফাহাদকে নির্মম নির্যাতন করে যেভাবে হত্যা করেছে জাতি তা ভুলতে পারবে না। ফাহাদ মারা গেলেও ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে।
এরআগে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত