মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের খানসামা উপজেলায় ধান ক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি সনাক্ত ও দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১৮ টি ব্লকে শুরু হয়েছে আলোক ফাঁদ কার্যক্রম শুরু।
আলোক ফাঁদ (আলোর ফাঁদ) কার্যক্রম হলো কৃষি জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি শনাক্ত করতে এবং তাদের দমনে পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করা, যেখানে হারিকেন, বৈদ্যুতিক বাল্ব বা সৌর প্যানেল ব্যবহার করে আলো জ্বালানো হয় এবং এর প্রতি আকৃষ্ট হয়ে পোকাগুলো একটি পাত্রে জমা হয়। এই কার্যক্রমের মাধ্যমে ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমিয়ে উৎপাদন খরচ কমানো যায় এবং ফসলের ক্ষতি রোধ করা যায়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসিব
আহমেদ খান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, আলোক ফাঁদ প্রযুক্তি একটি পরিবেশবান্ধব ও অর্থ সাশ্রয়ী পদ্ধতি। এতে চাষিরা নিজেরাই ক্ষতিকর ও উপকারী পোকা শনাক্ত করে ব্যবস্থা নিতে পারেন। তাই কীটনাশকের ক্ষতিকর প্রভাব ও ধানের ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ধান রক্ষা করতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় উপজেলার প্রতিটি ব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হচ্ছে।