1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোট… উইন্ডিজের বিপক্ষে রেকর্ড ব্যাবধানে সিরিজ জিতলো বাংলাদেশ… গাজীপুর থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহ শিকলবন্দী অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার… মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙ্গচুর-লুটপাট: পাল্টা পাল্টি অভিযোগ… চমক রেখে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা… ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া… নির্বাচন পিছানোর চেষ্টা চলছে : বিএনপি মহাসচিব… ইমরান খানকে কারাগার থেকে নিজ বাসভবনে হস্তান্তর করবে সরকার… থানায় ঢুকে পুলিশকে মারধর, সাবেক শিবির নেতা গ্রেফতার…

নীলফামারীর শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত প্রীতম সাহা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

 

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার : 


যোগদানের তিন মাসের ব্যবধানে নীলফামারী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন প্রীতম সাহা। দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও জনগণের সেবায় আন্তরিক ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মান অর্জন করেছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাকে এ সম্মাননা সনদ প্রদান করা হয়। নীলফামারীর সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তার হাতে জেলার শ্রেষ্ঠ ইউএনওর সনদ তুলে দেন।

জানা গেছে, বাল্যবিবাহ প্রতিরোধ,মাদকবিরোধী অভিযান, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অসাধু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রশাসনিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন। দায়িত্ব গ্রহণের স্বল্প সময়ের মধ্যেই সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি কিশোরগঞ্জ উপজেলার মানুষদের আস্থা অর্জন করেছেন।

প্রীতম সাহা বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৫ সালের ১ জুলাই তিনি কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে বিভিন্ন দপ্তরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে ইউএনও প্রীতম সাহা বলেন, “কিশোরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই আমি সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছি। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতার কারণেই প্রতিটি কাজ সহজ হয়েছে। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমি কিশোরগঞ্জ উপজেলাকে একটি রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য একটি বিশেষ টিম গঠন করে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। আগামী দিনগুলোতে যেন এ ধারা অব্যাহত থাকে এবং আরও সাফল্য অর্জন করতে পারি, এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”

জেলার উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত কর্মকর্তারা মনে করেন, তিন মাসের স্বল্প সময়ে কিশোরগঞ্জ উপজেলায় প্রশাসনিক শৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সামাজিক সমস্যা প্রতিরোধ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলায় ইউএনও প্রীতম সাহা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট