মোঃ মাসুদ রানা স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার, নীলফামারী এ.এফ.এম. তারিক হোসেন খান।
সভার শুরুতে সকলের পরিচয় পর্ব শেষে প্রশিক্ষনার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান এবং নবীন প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচি বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিঁনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এ মহান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং মানবসেবার চেতনা অটুট রাখা অপরিহার্য। সকলে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার এবং জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে জেলা পুলিশ, নীলফামারীর পক্ষে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
সভাটি সঞ্চালনা করেন এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নীলফামারী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত