1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোট… উইন্ডিজের বিপক্ষে রেকর্ড ব্যাবধানে সিরিজ জিতলো বাংলাদেশ… গাজীপুর থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহ শিকলবন্দী অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার… মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙ্গচুর-লুটপাট: পাল্টা পাল্টি অভিযোগ… চমক রেখে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা… ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া… নির্বাচন পিছানোর চেষ্টা চলছে : বিএনপি মহাসচিব… ইমরান খানকে কারাগার থেকে নিজ বাসভবনে হস্তান্তর করবে সরকার… থানায় ঢুকে পুলিশকে মারধর, সাবেক শিবির নেতা গ্রেফতার…

নীলফামারীতে ৮৪৭টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা প্রশাসনের পাশাপাশি সনাতনীদের পাশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

মোঃ মাসুদ রানা ,স্টাফ রিপোর্টার : নীলফামারীতে ৮শ ৪৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে জেলা পূজা মন্ডপসমূহে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায়।

মঙ্গলবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইয়াসিন আলী, জেলা এনসিপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু বক্তব্য দেন এতে।
সভায় বক্তারা নির্ভয়ে ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্নে সনাতন ধর্মাবলম্বিদের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়ে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর গেল বছরও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলসহ সমাজের সকল স্তরের মানুষ আপনাদের পাশে রয়েছেন।
জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, শারদীয় দুর্গাপূজা ঘিরেই নয় আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বিদের পাশে রয়েছি। দলের তরফ থেকে ইতোমধ্যে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রণ্টের নেতৃবৃন্দকে নিদের্শ দেয়া হয়েছে এবং তৃণমুলে মন্ডপ ঘিরে কাজ শুরু হয়েছে। আমাদের প্রত্যেক কর্মী কাজ করবেন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, সনাতন ধর্মাবলম্বি ভাই বোনেরাও এদেশের নাগরিক। তাদের বাঁকা চোখে দেখার কোন কারণ নেই। তারা তাদের ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক।
বলেন, আমরাও দলের তরফ থেকে শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে আয়োজনে সহযোগী হিসেবে কাজ শুরু করেছি।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সম্মিলিত ভাবে শারদীয় উৎসব সম্পন্নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন যাতে ত্রæটি না থাকে সেজন্য সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে।
বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও মন্ডপ ভিত্তিক নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে।
এছাড়া সিসি ক্যামেরাও আওতায় থাকবে পুরো মন্ডপ।
সভায় জেলার সেরা তিনটি পূজামন্ডপকে সম্মাননা প্রদানের ঘোষণা দেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
এদিকে শারদীয় দুর্গাপূজা ঘিরে মন্ডপ প্রতি ৫’শ কেজি করে চাল দিয়েছে ত্রাণ অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট