
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে নালিতাবাড়ী পৌরসভা প্রাঙ্গণে এই আয়োজন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা এবং স্থানীয় বনবিভাগ।
অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাছের চারা বিতরণ করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ উপজেলা, পৌরসভা ও বনবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও বনবিভাগের প্রতিনিধিদের মাঝে ২৫ হাজার ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও একই দিন পৌরসভার সীমানা প্রাচীর ও পৌর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়।