ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের উদ্যোগে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এসময় কয়েকটি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স ছাড়া দোকান পরিচালনার প্রমাণ মেলে। এর ফলে তিনটি ঔষধের দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইগাতী উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মো. আব্দুল মান্নাফ। এসময় পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরনের বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত