শেরপুর সদর প্রতিনিধি : শেরপুরে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ১০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে তাঁদের। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দুই মাদকসেবী হলেন- শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার মৃত গণি মিয়ার ছেলে মোঃ খোকা মিয়া (৪০) ও দক্ষিণ নবীনগর মহল্লার মৃত আব্দুল হাই এর ছেলে মোঃ সুমন মিয়া (৩৫)।
জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার মাদকসেবী মোঃ খোকা মিয়ার বাড়ির সম্মুখে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ খোকা মিয়া ও মোঃ সুমন মিয়াকে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরে ফেলেন কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানার আদেশ দেন। পরে ওই মাদকসেবী মোঃ খোকা মিয়া ও মোঃ সুমন মিয়াকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, আটক মাদকসেবীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাস করে কারাদণ্ড, সঙ্গে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত