মোঃ মাসুদ রানা ,স্টাফ রিপোর্টার : নীলফামারীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি এ.এফ.এম তারিক হোসেন খান পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু সম্পাদনের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। আরো উপস্থিত ছিলেন সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, দিনাজপুর; এ.কে.এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট এবং এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নীলফামারী।
লিখিত পরীক্ষার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে কর্মকর্তারা প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রার্থীদের ন্যায্য সুযোগ প্রদানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন।
উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় নীলফামারী পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই দিন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত