মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার : দুই দফা দাবি আদায়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে হামলার শিকারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে জেলার সকল প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত স্বীকৃতির প্রাপ্তির কাজে প্রাথমিক শিক্ষা অফিসে যান জেলার ছয় উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। এসময় অফিস সহায়ক সুমি আকতার কল্পনার নেতৃত্বে কয়েকজন বহিরাগত উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তাদের উপর হামলা চালায়।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন জেলার সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা। পরে জেলা অফিস চত্বরে ব্যানার টানিয়ে কর্মবিরতি পালন শুরু করেন তারা।
তাদের দাবি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিনশেড ঘর দ্রুত উচ্ছেদ করতে হবে। একইসঙ্গে অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক সুমি আকতার কল্পনাকে অপসারণ করতে হবে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই ঘটনার পর নীলফামারীর শিক্ষা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন মহলে নিন্দা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত