1. live@dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ : দৈনিক সময়ের কন্ঠ
  2. info@www.dainiksomoyerkantho.online : দৈনিক সময়ের কন্ঠ :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোট… উইন্ডিজের বিপক্ষে রেকর্ড ব্যাবধানে সিরিজ জিতলো বাংলাদেশ… গাজীপুর থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহ শিকলবন্দী অবস্থায় পঞ্চগড়ে উদ্ধার… মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙ্গচুর-লুটপাট: পাল্টা পাল্টি অভিযোগ… চমক রেখে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা… ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া… নির্বাচন পিছানোর চেষ্টা চলছে : বিএনপি মহাসচিব… ইমরান খানকে কারাগার থেকে নিজ বাসভবনে হস্তান্তর করবে সরকার… থানায় ঢুকে পুলিশকে মারধর, সাবেক শিবির নেতা গ্রেফতার…

শেরপুরে ধর্ষন মামলার আসামী চিকু মিয়া গাজীপুর থেকে গ্রেফতার

শেরপুর (সদর) প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

 

শেরপুর সদর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনইভরুয়া পাড়া গ্রামের আলোচিত শিশু ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি মোঃ সৈয়দ আলী ওরফে চিকু মিয়া (৬০) কে ৬ সেপ্টেম্বর শনিবার ভোর ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বোর্ড বাজার লুনা গার্মেন্টসের সম্মুখ থেকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

গ্রেফতারকৃত সৈয়দ আলী ওরফে চিকু মিয়া শেরপুর জেলার সদর উপজেলার গনইভরুয়া পাড়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।

শেরপুর সদর থানায় শনিবার বিকেল ৩টায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম এক সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বলেন, সদর উপজেলার গনই ভরুয়াপাড়া গ্রামের দরিদ্র পরিবারের এক শিশু কন্যা (৭) কে গত ২৬ আগস্ট মঙ্গলবার সকালে একই গ্রামের প্রতিবেশী সৈয়দ আলী ওরফে চিকু মিয়া তাকে ফুসলিয়ে ও প্রলোভন দিয়ে তার বশতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গেলে পাষন্ড সৈয়দ আলী ওরফে চিকু মিয়া পালিয়ে যায়। এঘটনায় ভূক্ত ভোগী শিশুটির বড় ভাই মেহেদী হাসান বাদী হয়ে এঘটনায় চিহ্নিত সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে একমাত্র আসামী করে গত ২৮ আগস্ট শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৭।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফ আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই সৈয়দ আলী ওরফে চিকু মিয়া গ্রেফতার এড়াতে পলাতক থাকার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোরে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ তাকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত শেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট