
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে (৩০ আগস্ট) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেয় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) নীলফামারীর নেতা কর্মীরা।
গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ ও সদস্য আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ কে উদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান শাকিল বক্তব্য দেন।