ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসিফ নজরুলকে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছেন গণপরিষদের নেতাকর্মী ও ছাত্র-জনতা।
শুক্রবার রাত সোয়া ১২টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে। এ সময় গণঅধিকার পরিষদের নেতারা বিভিন্ন শ্লোগান দেন বলে জানা গেছে।
রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত