শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ জন দোকান মালিককে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাজীবুল ইসলাম উপস্থিত ছিলেন। পিআইও জানান, গত ১৭ জুলাই ২০২৫ দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিনানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ অন্তর হোসেন রকি, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৬০৬৬১৮১৪৭
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত